মাদারীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, আওয়ামীলীগে সন্ত্রাসী, প্রতারক, দুষ্টচক্রের কোন জায়গা নেই। যারা আওয়ামীলীগের জনপ্রিয়তা ধ্বংস করে,যারা নিজেরদের স্বার্থ হাছিলের জন্য দলে প্রবেশে করেছে তাদেরকে দল থেকে বের করে দেয়া হবে। এটা আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। সেই নির্দেশ অনুযায়ী সন্ত্রাসী, স্বার্থানেশীমহল, অনুপ্রেবেশকারী, প্রতারক, যারা দেশ বিরোধী, আওয়ামীলীগ বিরোধী কর্মকান্ড করে তাদেরকে দল থেকে বের করে দেয়া হবে। কাউকে আওয়ামীলীগের জনপ্রিয়তা নষ্ট করতে দেয়া হবে না।
তিনি শনিবার(৭ নভেম্বর) দুপুরে মাদারীপুরে তার নিজ বাসভবনে জেলার সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ের সময় একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বর্তমান সরকার মাদারীপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যাতে নির্মাণ করে সেই জন্য কাজ করা হচ্ছে। আমরা আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী মাদারীপুরবাসীকে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করে দেবেন। পাশাপাশি কেউ যদি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়; সেখানেও আমরা সহযোগিতা করবো। তিনি বলেন, শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ই নয়; মাদারীপুরের মানুষকে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার জন্য একটি মেডিকেল কলেজও করা হবে।
এসময় আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম আগামী পৌরসভার নির্বাচনে নিরপেক্ষ সংবাদ প্রকাশের জন্য সকল গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন।
মতবিনিয়ম সভায় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির, জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মওলা আকন্দ,, সাধারন সম্পাদক এম আর মারতুজা, মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারন সম্পাদক এস এম আরাফাত হাসান, সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান লিমনসহ জেলার অন্যান্য প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply