নূরে হাবিব,বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ৮ই জানুয়ারি (শুক্রবার ) একটি আনন্দ শোভাযাত্রা করেছে বাংলাদেশ ছাত্রলীগের শার্শা উপজেলা শাখা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হুসাইন এবং সহ-সভাপতি নাসির উদ্দিনের নেতৃত্বে আনন্দ শোভাযত্রাটি অনুষ্ঠিত হয়। আনন্দ শোভাযাত্রাটি বেনাপোল বাজারাস্ত সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু করে বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেনাপোল আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে।
এতে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসির উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হুসাইন।
শাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হুসাইন বলেন, বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সংগ্রাম, সাফল্য ও ঐতিহ্যের ৭৩ বছর পূর্ণ করেছে। ঐতিহাসিক শ্রেষ্ঠত্ব এখনও পর্যন্ত ছাত্রলীগের হাতেই আছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করে যাবো।
তিনি আরো বলেন, অবিলম্বে শার্শা উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি দেওয়ার দাবী জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারি দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়াও আনন্দ শোভাযাত্রায় শার্শা উপজেলা ছাত্রলীগ ও বেনাপোল পৌর ছাত্রলীগের
বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply