রাহাদ হাসান মুন্না,তাহিরপুরঃ ২০১৯ সালে জাতীয় পর্যায়ে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।
মঙ্গলবার জেলা প্রশাসনের পক্ষ হতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জেলা প্রশানের সকল দায়িত্বশীলগণের উপস্থিতিতে সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমাকে অভিনন্দন জ্ঞাপন করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনারগণ, সহকারী কমিশনার (ভূমি) সদর এবং সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত,বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন, ঝরেপড়া শিশুদের বিদ্যালয়ে নেয়া, পুষ্টিহীন মা ও শিশুদের সুস্বাস্থ্য রক্ষা, শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হন ইয়াসমিন নাহার রুমা।
ইয়াসমিন নাহার রুমা ৩১তম বিসিএসে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে প্রথম যোগদান করেন। এর পরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্বপালন করেন বিজয়নগর উপজেলায়। পরবর্তীতে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কাজ করেন সিলেট বিভাগীয কমিশনার কার্যালয়ে।
ইয়াসমিন নাহার রুমা সুনামগঞ্জ সদর উপজেলায় ২০১৮ সালের ২১ অক্টোবর যোগদান করেন। টানা দুই বছর এ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষা, শিশুদের খেলাধুলা, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিশু ও অভিভাবকদের উদ্বুদ্ধকরণ, কাব স্কাউট গঠন, শিক্ষকদের মনোবল বৃদ্ধিসহ প্রাথমিক বিদ্যালয়ের আমূল উন্নয়ন সাধন করেন।
তার এ ধরনের কার্যক্রমের জন্য সারা দেশের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে ভূষিত হন।
Leave a Reply