গাজীপুর মেট্রো পলিটন পুলিশের ডিসি (পুলিশ সুপার) হিসেবে পদায়ন হয়েছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন ফ্রন্ট লাইনার, অত্যন্ত সৎ, আদর্শবান এবং সাহসী তরুণ ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, বীর মুক্তিযোদ্ধা সন্তান নূরে আলম। বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে নুরে আলম সহ বেশ কয়েকজনকে পদোন্নতি দিয়ে গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে একটি প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।
তিনি বর্তমানে নারায়াণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নুরে আলম ২৫তম বিএসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।
তারপর রাঙ্গামাটি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), পটুয়াখালীর কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), মানিকগঞ্জের শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি), চট্টগ্রাম মেট্রো পলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার, সিলেট মেট্রো পলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ান (র্যাব) এর অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে অত্যন্ত বিশ্বস্ততা ও জনপ্রিয়তার সাথে দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ পদোন্নতির আগে তিনি নারায়নগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, কয়েকমাস আগেই পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেয়া হয় তাকে। পুলিশ বিভাগে চাকরিতে আসার পর থেকে পুলিশের পেশাগত দায়িত্ব পালনে জনগণের সেবায় নিয়োজিত থেকে প্রমাণ করেছেন বার বার, করোনার সবচেয়ে ভয়ংকর রেডজোন নারায়ণগঞ্জ জেলা।
এই জায়গায় অত্যন্ত দক্ষতার এবং সচেতনতার সাথে সাধারণ মানুষকে নিরাপদ এবং সচেতনতা, সহযোগিতা করার ক্ষেত্রে কোন ত্রুটি ছিল না। মেধা ও প্রজ্ঞা দিয়ে তা দেখিয়ে দিলেন। তার দুরদর্শিতার জন্যই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বানিজ্যনগরী গাজীপুর মেট্রো পলিটনের ডিসি (পুলিশ সুপার) হিসেবে পদায়ন করা হয়েছে তাকে। তার এই শুভ সংবাদে পরিবার, শুভাকাঙ্ক্ষী এবং গাজীপুরবাসী তথা দেশের সকল মুক্তিযোদ্ধার সন্তান তার এই গুরুত্বপূর্ণ পদায়ন এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ কে ধন্যবাদ জানিয়েছেন।
এবং নুরে আলমকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এর সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, সাবেক যুগ্ম মহাসচিব শফিকুল বাহার মজুমদার টিপু। আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটি, আমরা ৭১ এর প্রজন্ম, প্রজন্ম ৭১, সেভ দ্য বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রি, বাংলাদেশ পথশিশু ফাউন্ডেশন, ঢাকাস্থ আমরাই ব্রাহ্মণবাড়িয়া, ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া যুব কল্যান সংস্থা সহ আরো অনেকে।
Leave a Reply