তাহিরপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জ তাহিরপুর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিপাকা বসতঘর হস্তান্তর অনুষ্ঠান।
বৃহস্পতিবার ১৯,নভেম্বর দুপুরে উপজেলা বড়দল উত্তর ইউনিয়নের রাজাই গ্রামের হাজং পাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ১০টি সেমিপাকা বসতঘর আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন,জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
সেমিপাকা বসতঘর হস্তান্তরের পর তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল এর সভাপতিত্বে, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সঞ্চালনায়,প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন বর্তমান জনবান্ধন সরকারের সময়ে কোন ভূমি ও গৃহহীন লোক গৃহহীন থাকবে না। বর্তমান সরকার অসহায় হতদরিদ্র মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করে যাচ্ছে।জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে সারাদেশে ভূমি ও গৃহহীনদের মধ্যে ভূমিসহ সেমিপাকা ঘর হস্তান্থর করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় তাহিরপুর উপজেলায় কয়েকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।
অনুষ্টিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এবং অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জসিম উদ্দিন,সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ আমজাদ হোসেন,উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম সুবল,আলমগীর খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সুব্রত দাশ, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুক মিয়া,সিলেটের আদিবাসী নেতা শঙ্কর মারাক, আদিবাসী নেতা আন্দ্রীয় সলমার প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্তের সাহিদাবাদ এলাকায় নির্মিত বর্ডার হাট পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন,লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা, জেলা ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ রয়েল, প্রমুখ।
এছাড়াও মুজিববর্ষ উপলক্ষে উপজেলার শিমুল বাগানের দক্ষিণ পার্শ্ব এলাকায় ভূমি ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার আশ্রয়ন প্রকল্পের অধীনে নির্মাণাধীন ৩৪টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
Leave a Reply