বিধান মজুমদার,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে স্কুলছাত্রী ধর্ষন ও হত্যা মামলার ঘটনায় ২ আসামীর মৃত্যুদন্ডাদেশ দিয়েছে জেলা দায়রা জজ ।
সোমবার বেলা ১২ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক দিলরুবা সুলতানা (জেলা ও দায়রা জজ) এ রায় ঘোষণা দেন। মৃত্যু দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন সদর উপজেলার শ্রীনদী এলাকার নুরু মোল্লার ছেলে মাহামুদুল হাসান মধু ও একই এলাকার জালাল মোল্লার ছেলে মিলন মোল্লা। মামলার এজাহারে জানা যায় মাদারীপুর সদর উপজেলার কোটবাড়ি শ্রীনদী এলাকার গাউস নপ্তির মেয়ে, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রাবেয়া আক্তার রিয়া (৮) প্রাইভেট শেষে বাড়ি ফিরছিলেন, বাড়ি ফেরার পথে মাহমুদুল হাসান মধু ও মিলন মোল্লা তাকে জোর পূর্বক উঠিয়ে নিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষন করে, ধর্ষনের এক পর্যায়ে শিশুটি মারা যায়। পরেরদিন নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে সদর থানা পুলিশের তদন্ত অফিসার ফায়েকুজ্জামান (এস আই) তদন্ত করে সন্দেহভাজন হিসেবে ওই এলাকার মিলন মোল্লাকে গ্রেফতার করে ও ঘটনার সাথে সম্পৃক্ততার থাকায় আরেক আসামি মাহমুদুল কে গ্রেফতার করে ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারী মামলা করে আদালতে চার্যশীট দাখিল করে, পরবর্তীতে আসামীরা ঘটনার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। দীর্ঘ ৮ বছর পরে ২০২১ সালের ৪ জানুয়ারী এ মামলায় রায় দেয়া হয়।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট লিয়াকত শিকদার বলেন এ রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি, দীর্ঘদিন পরে হলেও এ মামলায় সঠিক বিচার নিশ্চিত হয়েছে। অভিযুক্ত ২ আসামীকেই ফাসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা হবে এবং আসামীদের মৃত্যু নিশ্চিত না হওয়া অবধি ফাসির দড়িতে ঝুলিয়ে রাখা হবে, সাথে ২ আসামীকেই ১ লাখ করে অর্থদন্ডাদেশ দেওয়া হয়েছে। এ মামলায় রায় দেখে আগামীতে যেকোন লোক এ ধরনের ঘৃণ্য ও বর্বরোচিত কাজ করতে ভয় পাবে।
নিহতের বাবা গাউস নপ্তি বলেন আমি আমার মেয়ে হত্যার সঠিক ও সুষ্ঠু বিচার পেয়ে খুশি হয়েছি, প্রধানমন্ত্রীর কাছে একটাই আবেদন অতি দ্রুত আসামীদের ফাসি নিশ্চিত করা হোক।
Leave a Reply