কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে উপজেলা নিবার্হী অফিসারের বাসভবনের ৫০ গজ পূর্বে মহাদেবপুর নওগাঁ প্রধান সড়কের দুরবস্থার সংবাদ প্রকাশের ১০ দিন পেরিয়ে গেলেও এর কোন ব্যবস্থা গ্রহণ করেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা।
এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী সহ সর্ব মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা সদরের টিএনটি রোড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, উপজেলা আবাসিক এলাকা, ব্যাংক এশিয়া সহ বিভিন্ন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় ড্রেনের পচা পানি, মলমূত্র রাস্তার উপরে এসে দীর্ঘদিন থেকে জমাট বেঁধে থাকায় পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।
এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পরও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
সংবাদ প্রকাশের সময় উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ জানিয়ে ছিলেন যে, কোন এক জায়গায় চাবি দেওয়া আছে মর্মে পানি নিষ্কাশন হচ্ছে না।
এরপরেও কোন উদ্যোগ গ্রহণ না করায় মহাদেবপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সড়ক ও জনপদের অধিনে সড়ক শাখার কর্মকর্তা রঞ্জু শেখ এর সাথে যোগাযোগ করা হলে তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে বলেন।
এ ব্যাপারে সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ স্থান পরিদর্শন করেছেন। খুব দ্রুত সময়ে এসব পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করা হবে।
অপরদিকে উপজেলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলুর সাথে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনে জানান, এর পূর্বেও একই জায়গায় ৮ লক্ষ টাকা ব্যয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছিল। এখন এটি কে করবে তার কোনো সদুত্তর দিতে পারেননি।
স্থানীয় থাই ও এলুমিনিয়াম ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, ডেকোরেটর ব্যবসায়ী রবি শংকর দাস, স্টেশনারি ব্যবসায়ী এস এম হান্নান সহ একাধিক ব্যবসায়ীরা জানান, তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠানের সামনে হাটু পর্যন্ত পচা পানি জমে থাকায় ক্রেতারা আসতে পারছেনা। গাড়ি রাখার কোনো জায়গা নেই। দীর্ঘদিন থেকে পানি জমে থাকায় অনেকেই মারাত্মক দুর্ঘটনার শিকার হচ্ছেন। ইতিমধ্যে কয়েক জনকে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী হাসপাতালে পাঠানো হয়েছে।
অবিলম্বে তারা রাস্তার উপরে জমে থাকা পচা পানি দ্রুত নিষ্কাশনের জোর দাবি জানিয়েছেন।
Leave a Reply