শাহিন,বেনাপোল প্রতিনিধিঃ
কেরানীগন্জ জেলার পানগাঁও কাস্টমের যুগ্ন কমিশনার জনাব লুৎফুর কবির কর্তৃক সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীদের সাথে অসদাচরণ, দূব্যবহার, শারীরিক লাঞ্ছানাকরণ ও অকর্থ্য ভাষায় গালিগালাজ এর বিরুদ্ধে যশোরের বেনাপোল কাস্টম হাউজের ভিতরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়৷
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বেনাপেল কাস্টমসের এ আর ও এবং আর ও শাখার সকল কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত ছিলেন৷
৩০ নভেম্বর সোমবারের মানববন্ধনটি সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত চলে৷ মানববন্ধনে সকলকে ন্যায় বিচারের দাবীতে, (ইউ অন্ট জাস্টিস) স্লোগানটি দিতে শোনা যায়৷ স্লোগানটি দিতে দিতে তারা পুরো কাস্টম হাউজটি প্রদিক্ষিণ করেন নানা প্লেকার্ড ব্যানার হাতে নিয়ে৷
প্রতিবাদ সমাবেশে এ আর ও জনাব দেলোয়ার হোসেন অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধো প্রযোয্য আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবীর পাশাপাশি তার পদত্যাগ দাবী করেন৷
Leave a Reply