শাহিন হোসেন বেনাপোল প্রতিনিধিঃ
বন্দরনগরী বেনাপোলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ই ডিসেম্বর সোমবার সকালে বাংলাদেশ সোস্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম এর যশোরের শার্শা উপজেলা শাখার উদ্যোগে এই দিনটি সকল শহীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী সহ স্থানীয় সুধি সমাজ।
মোঃ আজিজুল হক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন শেখ কাজিম উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা শাহ আলম, মুক্তিযোদ্ধা আলতাফ চৌধুরী, বন্দর উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব, বেনাপোল ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বেনাপোল পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টু, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সহ প্রমুখ।
স্বরণ সভায় বক্তারা বলেন, বাঙালী জাতীকে মেধা শুণ্য করার জন্য পাকিস্থানী হানাদার বাহিনীর দোসরা বিজয় দিবসের ঠিক আগ মুহূর্তে দেশের বুদ্ধিজিবী শিক্ষক,সাংবাদিক,লেখকদের ধরে নিয়ে গণ হত্যা করে। তবে তাদের সেই চক্রান্ত দেশের স্বাধীনতা আর উন্নয়নের ধারাকে দমিয়ে রাখতে পারেনি। অপশক্তিকে মোকাবেলা করে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশে পদ্মা সেতু,মত বড় বড় উন্নয়ন সাধিত হচ্ছে।
Leave a Reply