নূরে হাবিব,বিশেষ প্রতিনিধিঃ
বেনাপোল ইমিগ্রেশন থেকে রিন্টু মিত্র(৪৫)নামে এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (২০-জানুয়ারী) দুপুরে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস মধ্য থেকে পুলিশ সদস্যরা তাকে আটক করে।
সাতক্ষীরা সদর উপজেলায় কাটিয়া গ্রামের
মৃত,দেব প্রসাদের ছেলে রিন্টু মিত্র
চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শারমিন আক্তার জানান, অপরিচিত একজন লোক হঠাৎ করে কাস্টম হাউসে বিভিন্ন যাত্রীদের ব্যাগ চেকিং করে। এতে আমাদের সন্দেহ মনে হলে সে সিআইডি কর্মকর্তা পরিচয়ে নানান ভিত্তিহীন অভিযোগ তুলে ধমক দেয়। এসময় তার আচারণ সন্দেহ হলে ইমিগ্রেশন পুলিশকে খবর দেওয়া হয়।
প্রশাসনিক কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থ্যার কর্মকর্তারা উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদে ভূয়া সিআইডি কর্মকর্তা প্রমানিত হয়।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান হাবিব জানান, খোঁজ খবর নিয়ে জানা গেছে এ প্রতারক বিভিন্ন মামলার আসামী। সে তার নাম পরিবর্তন করে মনিরুল ইসলাম নাম ব্যবহার করে ভুয়া সিআইডি পরিচয় পত্র তৈরী করে বেশ কিছু দিন ধরে সীমান্তে প্রভাব বিস্তার করছিল। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply