নূরে হাবিব,বিশেষ প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্তের সাদীপুর গ্রামে ও শিকড়ি সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১৪৬৪ বোতাল ভারতীয় ফেন্সিডিল সহ মোট চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
আটককৃত আসামী- মোঃ কাশেমের ছেলে মোঃ মিজান (২৯), আফছার গাজীর ছেলে জাহিদুল ইসলাম (২০) তারা দু’জনই বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তের সাদীপুর গ্রামে ও বড় আঁচড়া গ্রামের মৃত সিরাজ খালাসীর ছেলে মোঃ আলী মোহন।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বেনাপোল সীমান্তের সাদীপুর গ্রামের গলাচিপা নামক স্থানে অভিযান চালালে এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। এসময় বিজিবি ১৩৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মিজান, আলী মোহন ও জাহিদুর ইসলাম নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। অপর দিকে শিকড়ি সীমান্তের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ শিকড়ি গ্রামস্থ মৃত নুর ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক আসামীদের মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার প্রস্তুতি প্রক্রিয়াধীন।
Leave a Reply