নূরে হাবিব,বিশেষ প্রতিনিধিঃ
ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে জমে উঠেছে গদখালীর ফুল বাজার।
যশোরের ঝিকরগাছা উজেলার গদখালী,পানিশাড়াসহ আশেপাশের গ্রামগুলো এখন মেতেছে ফুল উৎসবে।
কোভিড ১৯(করোনা) যখন মহামারী আকার ধারণ করলো,বিশ্বব্যাপি চলছে লকডাউন।যেখানে মানুষ ঘরহতে বেরুতেই পারেনা ফুল কিনবে কে?লক্ষ লক্ষ টাকার স্বপ্ন বিলিন হয়ে গেলো, তাউ হাল ছাড়েনি কেউ,নতুন ভাবে প্রস্ততি নিতেই (আম্পান)!এ যেন মরার উপর খাড়ার ঘাঁ!প্রবাল ঘূর্ণিঝড়ে সব হারিয়ে মানবেতর জীবন কাটানো সেই ফুলচাষী পুনারাই স্বপ্ন বুনেছে ফুলে।
ঝিকরগাছার গদখালী,পানিসাড়া,বেড়ার পানি,আশিংড়ি,বল্লা,কানারআলীসহ প্রায় ২৬ টি গ্রামে এখন বানিজ্যিক ভাবে ফুল হচ্ছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছে চোখ ধাঁধানো ফুরের ঘ্রান নিতে।
কপোত-কপোতীর মেলা বসেছে এখন পানিসাড়ার মাঠে,কেউ সুন্দর্য উপভোগ,কেউ ফুল কেনা,কেউ কেউ আসছে নিনিবিলি সময় কাটাতে।এক কথাই উৎসব পরিনিত এখন ফুলরাজ্য গদখালী।
ক-এক জন কৃষকের সাথে কথা বলে যানা যায়,গত বছরের তুলনায় এবছর ফুল উৎপাদন বেশি।ভালো দাম পেলে অতীতের সকল ক্ষতি কটিয়ে উঠবে কৃষক,মখে ফুটবে হাসি।
Leave a Reply