বিধান মজুমদার,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে সদর উপজেলায় এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র্যাব-০৮। গতকাল বুধবার মাদারীপুরের সদর থানাস্থ দত্তকেন্দুয়া এলাকায় তার নিজ বাড়ি থেকে এই চিহ্নিত গাঁজা চাষী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় আটককৃত আসামীর বসত বাড়ী সংলগ্ন পুকুরের পশ্চিম পাড়ে তল্লাশী করে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্যের ৩ কেজি ৭৫০ গ্রাম ওজনের ০২টি (তাজা) গাঁজা গাছ উদ্ধার করা হয়। মাদারীপুর র্যাব-০৮ এর মুখপাত্র জানায় মাদারীপুর র্যাব-০৮, সিপিসি-০৩ ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার সদর থানাধীন দত্তকেন্দুয়া গ্রামের বিধান পইস্তা নামে এক ব্যক্তি তার বসত বাড়ী সংলগ্ন পুকুর পাড়ে মাদকদ্রব্য গাঁজা চাষের কার্যক্রম চালিয়ে আসছে। এই সংবাদের ভিত্তিতে গত বুধবার দত্তকেন্দুয়া গ্রামে এলাকায় অভিযান পরিচালনা ওই মাদক ব্যবসায়ী আটক করেন র্যাব। স্থানীয় লোকজন ও আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় আসামী একজন পেশাদার গাঁজা চাষী ও মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ তার নিজ বসত বাড়ীর আশ পাশ এলাকায় অবৈধ ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা চাষ ও বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছিল। ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজা গাছসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদারীপুর র্যাব-০৮ এর কমান্ডার ক্যাপ্টেন এরশাদ হোসেন বলেন মাদারীপুরে মাদক নির্মূলে র্যাব এর অভিযান সব সময় অব্যাহত থাকবে।
Leave a Reply