বিধান মজুমদার,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ মিঠু হাওলাদারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করছে মাদারীপুর জেলা ছাত্রলীগ ও এলাকাবাসী।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। গত ২৭ নভেম্বর এক গৃহবধুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ এনে এই ছাত্রলীগ নেতাকে প্রধান আসামী করে ২ জনের বিরুদ্ধে গত ১ ই ডিসেম্বর মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার আসামী ও এলাকাবাসীর তথ্যমতে মামলাটি পুরোপুরিভাবে বানোয়াট ও মিথ্যা, তাকে ফাসাতে এই মামলা টি করা হয়েছে। তার প্রতিবাদ স্বরুপ এই মানববন্ধনের আয়োজন করে জেলা ছাত্রলীগ ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারীপুর পৌরসভা মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক , সাধারণ সম্পাদক বায়োজিদ হাওলাদার , পৌর ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম ছাদ্দাম ও সাধারণ সম্পাদক মিলন হাওলাদার। মানববন্ধনে জেলা ছাত্রলীগের ৫ শতাধিক নেতা কর্মীরা ও এলাকাবাসী অংশ নেয়।
Leave a Reply