নূরে হাবিব,বিশেষ প্রতিনিধিঃ
কোভিড১৯ (করোনা) যখন মহামারী আকার ধারন করেছে,দেশে চলছে লকডাউন, চাহিদা কম হওয়ায় মুরগি বিক্রি করতে হয়েছে ৫৫ /৬৫ টাকা,যেখানে প্রতি কেজি মুরগির উৎপাদন খরচ ছিল ৮০/৮৫ টাকা।এখানেই শেষ নয়,আঘাত হানলো ঘুর্ণীঝড় আমফান!মাটিতে লুটিয়ে গেল শতশত খামার ও বসতবাড়ী।
একমাত্র আয়ের উৎস হারিয়ে মানবেতর জীবন যাপন করছে ঝিকরগাছার অধিকাংশ খামারী,পাননি কোন সরকারী অনুদান।কেউ কেউ এনজিও থেকে লোন নিয়ে পুনরায় মরগি পালন শুরু করেন,কিন্ত দফায় দফায় ব্রয়লার খাদ্যের দাম বৃদ্ধিতে সুবিধা করতে পারছিলেন না।
বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগীর উৎপাদন খরচ ৯২/৯৫ টাকা,অথচ প্রতি কেজি ব্রয়লার মুরগির পাইকার মূল্য ৯০/৯২ টাকা।
ঝিকরগাছার সাদিপুরের সাইফুল ইসলাম পিন্টু (খামারী) বলেন এভাবে মুরগী বাজারে ধস্ নামতে থাকলে খামারী নিঃস্ব হয়ে মরগি পালন ছাড়তে বাধ্য হবে।সরকারের প্রতি প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়ার আহবান করেন তিনি
Leave a Reply