নূরে হাবিব,বিশেষ প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার ১১নং বাঁকড়া ইউনিয়নের বিলকচুয়া মাছের ঘের থেকে ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে থানাতে প্রেরণ করেছেন বলে জানাযায়। বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ২৯ জানুয়ারী বিকেল ৪:৩০ মিনিটের সময় বাঁকড়া গোন্দুর মোড় টু বড় খলসীর বিলকচুয়ার ঘেরের পাহাদার নাজমুল হাসান নামে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন।
মাস্টার আনিস -উর- রহমানের মাছের ঘেরে ডিউটির কাজ করেন নাজমুল, পাশাপাশি মাদক ব্যবসা চালিয়ে যায় এই নাজমুল। তাকে তল্লাশি করে মাছের ঘেরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় বলে যানান।
নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, নাজমুল হাসান অনেকদিন থেকে এই মাদকদ্রব্য ফেনসিডিল আর ইয়াবা বেচাকিনা করে আসছে তাও আবার উঠতি বয়সের ছেলেদের কাছে।
নাজমুল শুধু বেচাকিনা করে যায়, এই মাদক ব্যবসায়ীর প্রকৃত মালিক অন্য কেউ। তিনি আরো বলেন, গোন্দুর মোড়ে কোন এক দোকানের গোডাউনের মাঝে বেচাকেনা হয়। আরোও বলেন, ঝিকরগাছা থানা থেকে পুলিশ এসে তার বাড়ি তল্লাশি করে ইয়াবা ও ফেনসিডিলসহ বেশ কিছুদিন আগেও তাকে আটক করে পুলিশ।
তারপরে আদালত থেকে জামিনে বেরিয়ে এসে, পুনরায় সেই একই মাদক ব্যবসা চালু করে। তিনি বলেন নাজমুলকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলে এই মাদক ব্যবসায়ীর প্রকৃত মালিক কে সে বলে দেবে।
আটককৃত ব্যক্তি হলেন, নাজমুল হাসান ওরফে (ধান নাজমুল) ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের কারিগর পাড়ার মৃতঃ তবিবর রহমান মোড়লের ছেলে। তার পেশা মাদক কারবারী বলে পুলিশ জানিয়েছে।
তার নামে ২০-২৫ দিন আগে ইয়াবা ও ফেনসিডিলসহ আটক হয়েছিল ঝিকরগাছা থানাতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা আছে বলে পুলিশ জানায়। তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।
Leave a Reply