অনলাইন ডেস্ক,০৩ নভেম্বর, ২০২০ |সম্প্রতি ছোটবেলা যৌন হেনস্থার শিকার হওয়া নিয়ে মুখ খুলেছিলেন বলিউড অভিনেত্রী ফতিমা সানা শেখ। এবার নিজের জীবনের তেমনই ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন আমির খানের মেয়ে ইরা খান। শুধু তাই নয়, ১৪ বছর বয়সে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি বাবা আমির ও মা রিনা দত্তের ডিভোর্স নিয়েও কথা বলেছেন তিনি। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ ভিডিও শেয়ার করে এদিন ইরা নিজের মনের কথা জানিয়েছেন।
সেখানে তিনি বলেছেন, ‘আমি যখন ১৪ বছরের ছিলাম, আমাকে যৌন হেনস্থা করা হয়েছিল। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা কারণ আমি বুঝতেই পারছিলাম না যে লোকটা কী করছে এবং সেও হয়তো তাই। এটা যে রোজ হত তা নয়। এটা প্রায় এক বছর চলার পর আমি বুঝতে পেরেছিলাম যে ওরা যেটা করছে সেটা ওরা জেনেবুঝেই করছে। আমার বাবা-মা আমাকে ওই সিচুয়েশন থেকে বের করে আনে। সেখান থেকে বেরিয়ে আসার পর আর কখনও সেটা নিয়ে খারাপ লাগেনি। আমি ভয়ও পাইনি। আমার মনে হয়েছিল, যাক এটা আর আমার সঙ্গে হবে না। আমি সেখান থেকে এগিয়ে যাই। তবে এটা কিন্তু সারা জীবনের জন্য আমার একটা খারাপ লাগা হয়ে রয়েছে তা নয়।
ইরা এই ভিডিওতে আমির খান ও রিনা দত্তের ডিভোর্স নিয়েও কথা বলেছেন। তার কথায়, আমি তখন ছোট ছিলাম যখন আমার বাবা-মায়ের ডিভোর্স হয়। তবে এটার জন্য সারা জীবন আমি আতঙ্কে দিন কাটিয়েছি তা নয়। ওরা বন্ধু, গোটা পরিবারটাই এখনও বন্ধু। আমরা একটা ভাঙা পরিবার তা কখনও নয়
Leave a Reply