নূরে হাবিব,বিশেষ প্রতিনিধিঃ
শার্শার বাগআঁচড়ায় পৃথক অভিযানে ৩৯বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় ও দুপর সাড়ে ১২টায় উপজেলার রাড়িপুকুর ময়না বটতলা পাঁকা রাস্তার উপর থেকে ও টেংরা মাকলার বিলের পাশে পাঁকা রাস্তার উপর থেকে ৩৯ বোতল ফেন্সিডিল সহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো উপজেলার বাগআঁচড়া বকুলতলা এলাকার নজরুল ইসলাম নজুর স্ত্রী রিজিয়া আক্তার তানিয়া (৩২), খুলনার
খালিশপুরের উত্তর কাশীপুর গ্রামের ফারুক ফরাজীর ছেলে বিল্লাল হোসেন(৩৫) ও
বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের
সাহেব আলীর ছেলে রাকিবুল(২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার রাড়িপুকুর বটতলা পাঁকা রাস্তার উপর থেকে রিজিয়া আক্তার তানিয়াকে ২৫বোতল ও টেংরা মাকলার বিলের পাশে পাঁকা রাস্তার উপর থেকে বিল্লাল হোসেন ও রাকিবুলকে ১৪ বোতল ফেন্সিডিল সহ তাদেরকে আটক করা হয়।
এ ব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরন করা হয়েছে।
Leave a Reply