নূরে হাবিব,বিশেষ প্রতিনিধিঃ
২২শে নভেম্বর রাত্রে বাগআঁচড়া তদন্তকেন্দ্র এলাকাধীন সেথাই জোড়াব্রীজের পাশে পাঁকা রাস্তার উপর থেকে ২০ বোতল প্রতিটি বোতলে ৫০০ মিলি লিটার করিয়া মোট ১০ লিটার ভারতীয় বাংলা মদ (সিক্সটি) উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান,বাগআঁচড়া পুলিশ টহলরত অবস্থায় রাস্তার উপর চলমান এক ব্যক্তির উপর সন্ধ্যেহ হলে পুলিশের জিপ থামালে মাদক ব্যবসায়ী পুলিশ দেখিয়া কৌশলে পালাতে সক্ষম হয়।
পুলিশ যথা সাধ্য চেষ্টা করেও মাদক ব্যবসায়ীকে আটক করতে ব্যর্থ হয় অতঃপর আসামী গ্রেফতারের চেষ্টা ও মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply