নূরে হাবিব,বিশেষ প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে
যশোরের ঝিকরগাছায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বাঁকড়া বাজারে অনুষ্ঠিত মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন।
মিছিলের নেতৃত্ব দেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির। বিক্ষোভ মিছিলটি বাঁকড়া বাজার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মৌলবাদের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরো বাজার।
বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না হুশিয়ারি দিয়ে মিছিল পূর্ব পথসভায় বক্তারা বলেন, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দাঁতভাঙা জবাব দিবে। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঔদ্ধাত্ব দেখিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে। আমাদের স্বাধীন দেশে মৌলবাদের কোনো স্থান নেই।
বক্তারা বলেন, সকল ষড়যন্ত্র আর গুজবের মোকাবিলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতুর অবকাঠামো শেষ করেছেন। এমন শত শত মেগাপ্রকল্প চলমান রয়েছে। যে কারণে দেশের ৭০ ভাগ মানুষ শেখ হাসিনার নেতৃত্বের ওপর আস্তা রাখেন।
বাঁকড়া, হাজিরবাগ, শংকরপুর ও নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলে অংশ নেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, নির্বাসখোলার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক এনামুল কবীর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম, জেলা কৃষকলীগ নেতা আকবর হোসেন জাপানী, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক বজলুর রহমান, বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক হেলালউদ্দীন খান, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আদম শফিউল্লাহ, বাঁকড়া বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক বজলুর রহমান, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী, এম আলমগীর, সাবেক ছাত্রলীগ নেতা আবু সাঈদ মিলন প্রমুখ।
Leave a Reply