সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে পাবনা-৩ এর এমপির শোক
মোঃ আব্দুল আজিজ(পাবনা) প্রতিনিধিঃ
সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাবনা-৩ এর অভিভাবক পাবনা জেলা আওয়ামীলিগের সহ-সভাপতি ভূমি মন্ত্রনায়ের স্হায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এমপি।
আজ (সোমবার) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ( সি এম এইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।
সোমবার ১৬ নভেম্বর আলহাজ্ব মোঃ মকবুল হোসেন একবার্তায় বলেন, কর্নেল (অব.) শওকত আলী মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকালে ২নং সেক্টরের সাব – সেক্টরের কমান্ডার ও প্রশিক্ষণ কর্মকর্তা ছিলেন। ষাটের দশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের নেতৃত্বে গঠিত বিপ্লবী পরিষদের সদস্য শওকত আলী আগরতলা ষড়যন্ত্র মামলার ২৬ নং আসামি ছিলেন।মহান মুক্তিযুদ্ধে ও সংসদীয় গণতন্ত্রে শওকত আলীর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে, তা সহসাই পূরণ হবার নয়।
আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এম পি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply