তারেক হাবিব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জ সদর পইলে ফাতেমা আক্তার (৩০) নামের এক গৃহবধু এক সাথে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে পইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সিজার ছাড়াওই তিনি সন্তান জন্ম দেন। তিন জনের মধ্যে একজন পুত্র ও বাকী দুজন কন্যা সন্তান। ফাতেমা উপজেলার পইল ইউনিয়নের বারা পইত গ্রামের দিনমজুর মখলেছ মিয়ার স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর গ্রামে ছড়িয়ে পড়ে এলাকার লোকজন ওই নবজাতক ও তাদের মাকে দেখতে হাসপাতালে ভীড় জমান। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকা নুরজাহান বেগম জানান, নরমাল ডেলিভারীতে সন্তানদের জন্ম হয়েছে। বর্তমানে নবজাতক ও তাদের মায়ের শারীরিক অবস্থা ভালো আছে। ফাতেমার কিছু রক্ত শূণ্যতা দেখা দিচ্ছে তাই সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবজাতক তিনটির বাবা মখলেছ মিয়া জানান, ফাতেমা প্রসব ব্যথা উঠলে গ্রামের লোকজন সহযোগিতায় তাকে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। একসাথে ৩ সন্তানের বাবা হতে পেরে তিনি খুবই খুশী।
Leave a Reply