নূরে হাবিব,বিশেষ প্রতিনিধিঃ
৯ই নভেম্বর যশোর,মনিরামপুর ১১ নং ইউনিয়নের সিনাগার কাজোর এলাকায় অসুস্থ মালয়েশিয়া ফেরত শহিদুল খানের হাতে আর্থিক সহায়তা তুলে দেন
আব্দুল্লাহ্ আল মামুন ( সমন্বয়ক যুব অধিকার পরিষদ যশোর), এবং ছাত্র অধিকার পরিষদ এর জুুুুবায়ের হুসাইন (সমন্বয়ক যশোর জেলা)
সুয়াইব হুসাইন (যুগ্ম আহবায়ক যশোর জেলা)
পারভেজ আহমেদ(প্রচার সম্পাদক এম এম কলেজ শাখা)
হুমায়ুন কবির(দপ্তর সম্পাদক এম এম কলেজ শাখা )
জানা যায়, অসুস্থ শহিদুল খান মালয়েশিয়ায় নির্মাণ শ্রমিকের কাজ করতো। একমাস পূর্বে ব্রেন স্টোক করে প্যারালাইজড হয়ে গেলে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ,(মালয়েশিয়া) তার নির্মম পরিনতির কথা শুনে তার পরিবারের সাথে যোগাযোগ করে এবং এই সংকট পূর্ন মুহুর্তে তাদের পাশে থাকার আশ্বাস দেয়। পরবর্তীতে বাংলাদেশ যুব অধিকার পরিষদ,যশোর ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,যশোর এর সহযোগিতায় আজ ৯ই নভেম্বর অসুস্থ প্রবাসী শহিদুল খানের পরিবারকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ,মালয়েশিয়ার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরিবারটি আর্থিক সহায়তা পেয়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ,মালয়েশিয়াকে মুঠোফোনে অনেক অনেক ধন্যবাদ জানায় এবং ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ,মালয়েশিয়ার সমন্বয়ক এস,এম সাফায়েত হোসাইন, মোঃ ইসমাইল হোসেন এবং তরিকুর রহমান যৌথ বিবৃতিতে যারা এ মহৎ কাজটি সফল করতে কঠোর পরিশ্রম এবং আর্থিক সহায়তা করেছে, তাদের প্রতি ভালোবাসা জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং সকলের উদ্দ্যেশে বলেন যে আপনাদের হাত ধরেই আগামীর বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ,মালয়েশিয়ার সাফল্য আসবে বলে আমরা বিশ্বাস করি।
একই সাথে তারা এই মহৎ কাজে সার্বিক সহযোগিতা করার জন্য বাংলাদেশ যুব অধিকার পরিষদ,যশোর এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ,যশোর এর সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply