নূরে হাবিব,বিশেষ প্রতিনিধিঃ
১৩ই ডিসেম্বর (রবিবার) সকালে শার্শার পৃথক স্থানে ৩ ভাটা মালিককে অনিয়মের অভিযোগে ৫ লক্ষ টাকা এবং এক মাটি ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার সাকালে শার্শার সহকাররী কমিশনার (ভুমি) রাসনা শারমিন মিথির নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে লাইসেন্স না থাকায় ও ধানীজমিসহ অন্যান্য উঁচু জমি থেকে মাটি সংগ্রহ করায় চৌধুরী ব্রিকসকে ২ লাখ টাকা, মুকুল ব্রিকসকে ২ লাখ ও মাহি ব্রিকসকে ১ লাখ টাকা মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয় ও অবৈধভাবে জমি থেকে মাটি কাটায় ধলদাহের এক মাটি ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি)কে সহায়তা করে পুলিশ বিভাগ।
রাসনা শারমিন মিথি সহকারী কমিশনার(ভুমি) গনমাধ্যমকে বলেন সকল অনিয়মের বিরুদ্ধে অভিযান অভ্যহত থাকবে।
Leave a Reply